পৃথিবী
নামের
এই
গ্রহটির
সব
মানুষগুলি
কম
বেশী
মুখোশ
পরে
থাকতেই
যেন
বেশী
ভালবাসেন। মুখোশের
অন্তরালে
অভিনয়
চালিয়ে
যান
হরহামেশাই। এই
পারসোনালিটি
বা
ব্যক্তিত্ব
একজন
ব্যক্তি
থেকে
আরেকজনকে
পৃথকীকরণের
বৈশিষ্ট্য
ছাড়া
আর
কিছুই
নয়!
ব্যক্তিত্বের
ভাল,
মন্দ
বলে
কিছুই
নেই। আপনি
কি
করবেন,
কি
করবেন
না
সেটি
আপনার
একান্তই
নিজস্ব
চিন্তাধারা। তবে,
যে
কোন
সম্পর্ক
টিকিয়ে
রাখতে
প্রত্যেকেরই
উচিৎ
ডিসেন্সি,
ইনডিসেন্সির
ব্যাপারটি
মাথায়
রাখা। অন্যকে
রেসপেক্ট
করা,
তার
মতামত
নেয়া
আর
যতটুকু
পারা
যায়
ভাল
ব্যবহার
করা। অহেতুক
নিয়ন্ত্রণহীন
রাগের
মাধ্যমে
ভায়োলেন্স
শো
না
করা,
অন্যের
ইমোশনটিকেও
বুঝতে
পারা
ও
ফিল
করা। যখনই
অন্যের
আবেগকে
ভালভাবে
বুঝতে
পারবেন,
অন্যের
জায়গায়
নিজেকে
বসিয়ে
ভাবতে
শিখবেন
তখনই
সম্পর্কের
গভীরতা
বাড়বে। তবে
এ
সব
একতরফা
হয়
না। কোন
সম্পর্কই
একতরফাভাবে
ধরে
রাখা
যায়
না। সম্পর্ক
চারা
গাছের
মত,
এটিকে
যত্ন
করতে
হয়। তা
না
হলে,
এককভাবে
সব
কিছু
করতে
করতে
অন্য
জন
ক্লান্ত
হয়ে
পড়েন,
কুল
এন্ড
কোল্ড
হয়ে
যান। আর
সেই
সাথে
ধীরে
ধীরে
নিজেকে
গুটিয়ে
নেন। তখন
করার
আর
কিছুই
থাকে
না। :( তারপরও......!!
জীবন
চলমান,
গতিশীল..
তাই
চেষ্টা
করলে
ঘুরে
দাঁড়ানো
সম্ভব। আমরাই
বুদ্ধিবৃত্তিক
এবং
আবেগীয়
মাপকাঠিতে
অন্যান্য
প্রাণীদের
চেয়ে
এগিয়ে
আছি
সৃষ্টিকর্তার
কৃপায়। তাই
মন
ও
মস্তিষ্ককে
কাজে
লাগাতে
পারি
নিমেষেই।
নিজের
চেষ্টা,
আগ্রহ
আর
আন্তরিকতা
দিয়ে
ভালবাসার
মানুষটিকে
আশ্বস্ত
করুন। নিজেকে
এক্সপ্রেস
(প্রকাশ)
করুন,
সময়
দিন,
কোয়ালিটিফুল
(মানসম্পন্ন)
সময়
কাটান
একসাথে। সেই
সাথে
নিজেদের
ভাল
লাগার
মুহুর্তগুলোকে
আবার
নতুন
করে
চর্চা
শুরু
করুন,
একে
অন্যের
অনুভূতিগুলোকে
সম্মান
করুন
এবং
একে
অপরকে
সারপ্রাইজ
দিন। এভাবেই
নিজেদের
মাঝে
আবার
নতুন
করে
স্বপ্নের
বীজ
বপন
করুন। দেখবেন,
সেই
বীজ
থেকে
চারা
এবং
চারা
থেকে
পরিপূর্ণ
একটি
সতেজ
ও
সুস্থ
গাছ
হতে
বেশী
সময়
লাগবে
না।
---- মানসুবা
ভালো সম্পর্ক
Reviewed by Arman
on
July 24, 2019
Rating:
No comments: