১। দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ মহাকাশে পাঠানো হয়েছে?
উঃ ১২ মে ২০১৮, শুক্রবার রাত ২:১৪ মি
উঃ ১২ মে ২০১৮, শুক্রবার রাত ২:১৪ মি
২। বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের কততম দেশ?
উঃ ৫৭ তম
উঃ ৫৭ তম
৩। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার কয়টি?
উঃ ৪০ টি (বিএস-১ উপগ্রহটি ২৬টি কে-ইউ ব্যান্ড এবং ১৪টি সি ব্যান্ড ট্রান্সপন্ডার সজ্জিত। কে-ইউ ব্যান্ডের আওতায় রয়েছে বাংলাদেশ, বঙ্গোপসাগরে তার জলসীমাসহ ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া অঞ্চল। সি ব্যান্ডেরও আওতায় রয়েছে এই সমুদয় অঞ্চল।)
উঃ ৪০ টি (বিএস-১ উপগ্রহটি ২৬টি কে-ইউ ব্যান্ড এবং ১৪টি সি ব্যান্ড ট্রান্সপন্ডার সজ্জিত। কে-ইউ ব্যান্ডের আওতায় রয়েছে বাংলাদেশ, বঙ্গোপসাগরে তার জলসীমাসহ ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া অঞ্চল। সি ব্যান্ডেরও আওতায় রয়েছে এই সমুদয় অঞ্চল।)
৪। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে?
উঃ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
৫। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১২ সালে
উঃ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
৫। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১২ সালে
৬। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১৫ সালে
উঃ ২০১৫ সালে
৭। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি করে ফ্রান্সের?
উঃ থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
উঃ থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
৮। এটি তৈরিতে মোট খরচ হয়েছে কত?
উঃ ২ হাজার ৯৬৭ কোটি টাকা
উঃ ২ হাজার ৯৬৭ কোটি টাকা
৯। এটি যে রকেটে পাঠানো হয়ছে তার নাম কি?
উঃ ফ্যালকন ৯, ব্লক ৫
উঃ ফ্যালকন ৯, ব্লক ৫
১০। যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায়?
উঃ মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স
১১। এটির ওজন কত?
উঃ ৩ হাজার ৭০০ কেজি
উঃ মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স
১১। এটির ওজন কত?
উঃ ৩ হাজার ৭০০ কেজি
১৩। নিয়ন্ত্রন করবে কে?
উঃ থ্যালেস ও বিটিআরসি
উঃ থ্যালেস ও বিটিআরসি
১৪। ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত?
উঃ ১ হাজার ৬০০ মেগাহার্টজ
উঃ ১ হাজার ৬০০ মেগাহার্টজ
১৫। বর্তমান কক্ষপথ “ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “ বাংলাদেশ সরকার কিনে নেয়?
উঃ ২০১৪ সালের ডিসেম্বর মাসে রাশিয়ার সংস্থা ইন্টারস্পুটনিকের কাছ থেকে অরবিটাল স্লট অনুমোদন দেওয়া হয়। এর অর্থমূল্য ২১৮ কোটি ৯৬ লাখ টাকা
১৬। স্যাটেলাইটের ঋণচুক্তি কত সালে কোন ব্যাংক এর সাথে কত টাকার চুক্তি হয়?
উঃ ২০১৬ সালের সেপ্টেম্বরে হংক সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সাথে সরকারের প্রায় একহাজার ৪০০ কোটি টাকার ঋণচুক্তি হয়।
উঃ ২০১৪ সালের ডিসেম্বর মাসে রাশিয়ার সংস্থা ইন্টারস্পুটনিকের কাছ থেকে অরবিটাল স্লট অনুমোদন দেওয়া হয়। এর অর্থমূল্য ২১৮ কোটি ৯৬ লাখ টাকা
১৬। স্যাটেলাইটের ঋণচুক্তি কত সালে কোন ব্যাংক এর সাথে কত টাকার চুক্তি হয়?
উঃ ২০১৬ সালের সেপ্টেম্বরে হংক সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সাথে সরকারের প্রায় একহাজার ৪০০ কোটি টাকার ঋণচুক্তি হয়।
১৭। কত শতাংশ সুদে এবং কত দিনে ঋণ পরিশোধ করতে হবে?
উঃ এক দশমিক ৫১ শতাংশ হার সুদসহ ১২ বছরে ২০ কিস্তিতে এই অর্থ পরিশোধ করতে হবে।
উঃ এক দশমিক ৫১ শতাংশ হার সুদসহ ১২ বছরে ২০ কিস্তিতে এই অর্থ পরিশোধ করতে হবে।
ভুল থাকলে সংশোধনের জন্য সঠিক উত্তর কমেন্ট করুন ধন্যবাদ।
সোর্সঃ উইকিপিডিয়া এবং বিবিসি
বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট সম্পর্কে অজানা কিছু তথ্য
Reviewed by BlueTek
on
October 16, 2019
Rating:
No comments: