ফ্রি সফটওয়ার
মোবাইল বা কম্পউটার বিভিন্ন ফ্রি
সফটওয়ার সম্পর্কে জানতে পারবেন।
ফ্রি কথা শুনলে মনের বিতর কেমন জানি
করে উঠে তাই না । মনে হয় আমি যেন সবার আগে যাই বা সবার আগে ডাউনলোড করি। কিন্তু এক
বার কি ভেবে দেখেছি ফ্রি মানে কি । Free বা ফ্রি ইংলিশ শব্দ । ফ্রি মানে বুঝি বিনা
মূল্য।
উক্ত ছবি ধারা হয়তো বুঝতে সমস্য হয়নি ফ্রি মানে কি।
সফটওয়ার এর সাথে যখন ফ্রি থাকবে তখন বুজতে হবে এর মানে আমরা স্বাধীন ভাবে
সফটওয়ারটি ব্যবহার করতে পারবো।
আমরা যখন বাজার থেকে কনো কিছু ক্রয় করি মাঝে মাঝে সেই
পণ্যর সাথে কিছু ফ্রি পণ্য পেয়ে থাকি। পণ্য ক্রয় করার কারনে আমরা ফ্রি পণ্যটি
পেয়েছি তানাহলে পেতাম না। ফ্রি বিষয়টি বুঝতে আর কোন বাঁধা থাকার কথা না। যদি থাকে
কমেন্ট করবেন ।
ফ্রি সফটওয়ার ব্যবহার করার জন্য আপনাকে টাকা পয়সা খরচ
করতে হবে না । কেবল মাত্র ডাউনলোড করলে হবে এর পর আপনি ব্যবহার করতে পারবেন এবং এর
জন্ন্য কোন প্রকার ক্র্যাক বা প্যাঁচ ব্যবহার করতে হবে না।
আমরাতো সবাই উইন্ডোজ এর নাম শুনেছি বা ব্যবহার করছি ।
আপনি কি জানেন
এর মূল্য কত ?
Windows
8 pro এর মূল্য $40 বা প্রায় ৳ ৩১৬০ টাকা অনেক চিন্তার
বিষয় তাই না। আপনি বা আমরা কেউ কি তা ক্রয়
করে ব্যবহার করি ?
না সাধারনতো না,আমরা গরীবতো তাই ক্র্যেক বা প্যাঁচ ব্যবহার করি ।কিন্তু এমন কিছু
সফটওয়ার আছে যার জন্ন্য টাকা দিয়ে ক্রয় এবং ক্র্যাক বা প্যাঁচ ব্যবহার করতে হয় না । সেই সব সফটওয়ার হল ফ্রি
সফটওয়ার । ফ্রি সফটওয়ার গুলো স্বাধীন ভাবে ব্যবহার করতে পারবেন।
ফ্রি সফটওয়ার কোন গুলো ?
আমরা অনেকে ফ্রি সফটওয়ার ব্যবহার করে থাকি। সাধারনত
মোবাইলে ব্যবহার করার ফ্রি সফটওয়ার গুলুতে কিছু শর্ত থাকে । যেমন ফ্রি সফটওয়্যার
ব্যবহার করার সময় ইন্টারনেট থাকতে হবে । কম্পিউটার ব্যবহার করার জন্য যে সব ফ্রি
সফটওয়্যার করি সেগুলো সাধারনত ইন্টারনেট ছাড়া ব্যবহার কররা যার।
ফ্রি সফটওয়্যার ব্যবহার আপনি আপনার ইচ্ছে মত ব্যবহার
করতে পারবেন । যেমন একজন হ্যকার তার পরিবর্তন করে থাকে বা কাস্টম ফাইল
পরিবর্তন করে থাকে ।
অপারেটিং ফ্রি সফটওয়্যার
ছবি
ফটো এডিটিং ফ্রি সফটওয়্যার
ছবি
ভিডিও এডিটিং ফ্রি সফটওয়্যার
ছবি
উক্ত ছবি ছাড়াও আরও অনেক প্রকার ফ্রি সফটওয়্যার আছে
Free Software ফ্রী সফটওয়্যার
Reviewed by S I N
on
August 31, 2019
Rating:
No comments: